রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় তিনটি মোটরসাইকেলসহ চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তিনটি মোটরসাইকেলসহ চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার 

অভিনব কায়দায় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৩ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়ে বলেন, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে টার্গেট করে চোর চক্রের এসব সদস্য চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের অন্ততঃ ৬টি জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তার করে এ চোরাই কারবার চালিয়ে আসছিল। 

চুয়াডাঙ্গায় চুরি হওয়া পালসার মোটরসাইকেলের ভিডিও ফুটেজ নিয়ে চুয়াডাঙ্গার পুলিশের বিশেষ দল যশোরের কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। যশোরের কোতয়ালী থানার চাঁদপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, যশোরের কোতয়ালি থানার চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে আল আমিন (৩৪), যশোর জেলার কোতয়ালি থানার চাঁদপুর গ্রামের টিপু শেখের ছেলে জুয়েল রানা (৩৩), যশোর জেলার কোতয়ালি থানার হামিদপুর গ্রামের আবু হানিফ হাওলাদার (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত হাবিল মোল্যার ছেলে সেলিম মোল্যা (২৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পারভাটপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান আরমান (২৫), মাগুরা জেলার স্টেডিয়ামপাড়ার মোস্তফা আল আজাদের ছেলে জুনায়েদ হোসেন (২৩)।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আরো জানান, গত ২৬ মার্চ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড থেকে এক মোটরসাইকেল চুরি হয়। তারই প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করা হয়।

এরপর গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোরে অভিযান চালিয়ে প্রথমে আল আমিনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য নিয়ে পর্যায়ক্রমে আরও পাঁচসদস্যকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া তিনটি লাল কালো বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরা বড় ধরনের মোটরসাইকেল চোর চক্রের সদস্য।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুর জামান লালন, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজলসহ অভিযানিক দলের চৌকস পুলিশ সদস্যরা।

টিএইচ